বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের সূচি প্রকাশ করলো বিসিবি

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের সূচি প্রকাশ করলো বিসিবি

সংগৃহীত

প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। চলতি বছরই নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে বাংলাদেশে। মূলত কন্ডিশন, উইকেটের সঙ্গে মানিয়ে নেওয়ার লক্ষ্যেই বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া। সফরকে সামনে রেখে শক্তিশালী দলও ঘোষণা করেছে অজিরা। 

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সংবাদ বিজ্ঞপ্তিতে সিরিজের সূচি চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  ঘরের মাঠে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজটির সময়সূচি ঘোষণা করা হয়েছে। 

সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে ২১ মার্চ। দুই দিন বিরতি দিয়ে দ্বিতীয় ওয়ানডে মাঠে গড়াবে ২৪ মার্চ। আর ২৭ মার্চ হবে সিরিজের শেষ ওয়ানডে। সবগুলো ম্যাচই হবে মিরপুর স্টেডিয়ামে, সকাল সাড়ে ৯টায়। 

টি-টোয়েন্টি সিরিজও হবে মিরপুরে। বেলা ১২টায় শুরু হবে ম্যাচগুলো। ৩১ মার্চ হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে। ২ ও ৪ এপ্রিল হবে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি। ৫ এপ্রিল ঢাকা ছেড়ে যাবে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল।