ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল ২ অটোরিকশা

ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল ২ অটোরিকশা

সংগৃহীত

চট্টগ্রামের পটিয়ায় কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী স্পেশাল ট্রেনের ধাক্কায় দুটি সিএনজিচালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে গেছে।এতে অটোরিকশাগুলো প্রায় ১০ ফুট দূরে ছিটকে পড়ে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে পটিয়া রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় অটোরিকশার পাশে দাঁড়ানো দুই সিএনজিচালক গুরুতর আহত হয়েছেন।

আহতরা হলেন- মো. আমীর আলম (৫৫) ও মো. বেলাল (৫০)। তাদের উদ্ধার করে প্রথমে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। গুরুতর হওয়ায় পরে তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সাইফুল ইসলাম জানান, জব্দ করা অটোরিকশাগুলো বৃহস্পতিবার জিআরপি পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

পটিয়া রেলস্টেশনের অতিরিক্ত দায়িত্বে থাকা স্টেশন মাস্টার শেখ আহমদ গণমাধ্যমকে জানান, অবৈধভাবে সিএনজির পার্কিং বানানোর ফলে স্টেশন এলাকায় যানজট লেগে থাকে। ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটে।