বঙ্গবন্ধু যার নাম

বঙ্গবন্ধু যার নাম

ছবি: রুহুল আমিন

রুহুল আমিন

বাংলার বুক চিরে উদিত হলো এক সোনালি সূর্য

গর্জনে যার ভূতল ছেদিয়া কেঁপে ওঠেছিল রণ তূর্য

শোষিতরা যে ধুমকেতুতে উষ্ণ জলে করেছিল প্রনাম

সে উল্কা তুফান বজ্র কামান বঙ্গবন্ধু যার নাম।

যার মাতৃভূমি স্বাধীনতা সম্ভ্রম রক্ষায় গুলিবিদ্ধ ঝাঁঝরায়

 নি:শব্দে বহেছিল রক্তবন্যায় খড়স্রোতা নদী বক্ষ পাঁজরায়

 যে রণবীর মাহাথির উচ্চশির দারাজ কন্ঠে ঘষেছিল বাংলার নাম

 সে উল্কা তুফান বজ্র কামান বঙ্গবন্ধু যার নাম।

যে উজ্জ্বল নক্ষত্র বাংলার অন্তরিক্ষে জ্বলেছিল আলোর মশাল

 পদাঘাতে যার গনজোয়ারে সিন্ধু দরিয়া তাথিয়া মাথিয়া উঠেছিল উত্তাল

 যে মহান পুরুষ প্রতিবাদের অনল প্রবাহে ছুটে যেত বিশ্ব তামাম

 সে উল্কা তুফান বজ্র কামান বঙ্গবন্ধু যার নাম।

ধ্বংলীলায় রুদ্র বালায় অভিশপ্ত!

যে জন জড়িত বঙ্গবন্ধু হত্যায়,

 বঙ্গবাহাদুর ঘুমন্ত শার্দুল এখনো জাগ্রত চির সবুজের আত্মায়

শোকের মাসে যার দীপ্ত কন্ঠে গুমরে ওঠে

"এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম"

সে উল্কা তুফান বজ্র কামান বঙ্গবন্ধু যার নাম।

কবি: শিক্ষার্থী,অর্থনীতি বিভাগ,ঢাকা কলেজ।