গাইবান্ধার চরাঞ্চলে অগ্নিকাণ্ড, ১৪ ঘরবাড়ি ভস্মীভূত

গাইবান্ধার চরাঞ্চলে অগ্নিকাণ্ড, ১৪ ঘরবাড়ি ভস্মীভূত

সংগৃহীত

গাইবান্ধার সাঘাটা উপজেলার দীঘল কান্দি চরে অগ্নিকাণ্ডের ঘটনায় ৮ পরিবারের ১৪ ঘরবাড়ি আগুনে পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তদের দাবি।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের দক্ষিণ দীঘল কান্দি চরে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, হঠাৎ ওই এলাকার একটি ঘরে আগুন লেগে যায়। মুহূর্তে আগুনের শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সাঘাটা ফায়ার সার্ভিসের একটি দল নৌকাযোগে ঘটনাস্থলে পৌঁছলেও ততক্ষণে আগুনে পুড়ে প্রায় ১৪টি ঘর ভস্মীভূত হয়ে যায়। এসময় প্রতিবন্ধী দুলাল মিয়ার ঘরসহ ১০ পরিবারের ঘরের আসবাবপত্র ও বিভিন্ন মালামাল পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।

এ ব‍্যাপারে হলদিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান রফিকুল  ইসলাম বলেন, প্রশাসন সরেজমিনে পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্তদের খাবার-বস্ত্র দিয়ে সহযোগিতা করা হয়েছে। 

সাঘাটা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ খলিলুর রহমান জানান, বাড়ির ছাইয়ের ডিপি থেকে উড়ে আসা আগুনে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

তিনি আরও বলেন, এলাকাটি দুর্গম চরাঞ্চল হওয়ায় সময়মতো ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হয়নি।