করোন সংকট: চাকরি হারিয়ে দেশে ফিরেছেন ৬১২১৮ কর্মী

করোন সংকট: চাকরি হারিয়ে দেশে ফিরেছেন ৬১২১৮ কর্মী

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ

করোনাভাইরাসের কারণে বিশ্ব অর্থনীতির অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। করোনার ছোবলে কর্ম হরিয়েছেন অসংখ্য মানুষ। 

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ জানিয়েছেন, এখন পর্যন্ত ৬১ হাজার ২১৮ বাংলাদেশি কর্মী দেশে ফেরত এসেছে। সকলেই তাদের চাকরি হারিয়ে দেশে ফিরত এসছেন। ইউরোপসহ বিশ্বের অর্থনৈতিক মন্দাই এসব কর্মীদের ফিরে আসার প্রধান কারণ বলে জানান তিনি ।

আজ শনিবার সকালে প্রবাসীকল্যাণ ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

মন্ত্রী আরও বলেন, করোনা আক্রান্তদের জন্য ২০০ কোটি টাকা ও বিদেশ ফেরত সবার জন্য আরও ৫০০ কোটি টাকার ঋণ সহায়তা দেওয়া হবে।
এছাড়া বিদেশ ফেরত কর্মীদের দক্ষতা বাড়াতে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানান প্রবাসী মন্ত্রী।

সকাল সাড়ে আটটায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এবং মন্ত্রণালয়ের সচিব ড.আহমেদ মুনিরুছ সালেহীনসহ মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা কর্মচারীরা প্রবাসী কল্যাণ ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।