রাশিয়া ও যুক্তরাষ্ট্রের নভোচারী নিয়ে স্পেসএক্স এর যাত্রা

রাশিয়া ও যুক্তরাষ্ট্রের নভোচারী নিয়ে স্পেসএক্স এর যাত্রা

রাশিয়া ও যুক্তরাষ্ট্রের নভোচারী নিয়ে স্পেসএক্স এর যাত্রা

একজন রাশিয়ান মহাকাশচারী ও তিন মার্কিন নভোচারী আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশে রওনা হয়েছেন৷ মিশনে অংশ নেয়া দলটি পৃথিবীর কক্ষপথে ছয় মাস অবস্থান করার কথা রয়েছে৷রোববার (৩ মার্চ ) রাতে ফ্লোরিডা থেকে তিন মার্কিন নভোচারী ও একজন রাশিয়ান মহাকাশচারী নিয়ে স্পেসএক্সের একটি রকেট যাত্রা শুরু করেছে৷ পৃথিবীর কক্ষপথে ছয় মাসের মিশন শুরু করতে দলটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) যাচ্ছে৷

দুই স্তরের ফ্যালকন ৯ রকেটটি একটি স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত এনডেভার নামে পরিচিত ক্রু  ড্রাগন ক্যাপসুলের সাথে সংযুক্ত রয়েছে৷ যা নাসার কেনেডি স্পেস সেন্টার কেপ ক্যানাভেরাল থেকে রোববার রাতে উৎক্ষেপণ করা হয়৷

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) -এর সাথে সংযুক্ত করার জন্য ক্যাপসুলটি কক্ষপথে স্থির হতে প্রায় নয় মিনিটের মতো সময় নেয়৷  শনিবার (২ মার্চ ) প্রচণ্ড বাতাসের জন্য মিশনটি চালু করার প্রথম প্রচেষ্টা স্থগিত করা হয়৷

২০২২  সালে ইউক্রেনে মস্কোর আক্রমণের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার উত্তেজনাপূর্ণ সম্পর্ক থাকা সত্ত্বেও  দুই দেশের মধ্যকার মহাকাশ গবেষণায় সহযোগিতার এ ঘটনা একটি বিরল উদাহরণ সৃষ্টি করেছে৷ 

মার্কিন-রাশিয়ান ক্রু

ইলন মাস্কের সংস্থা স্পেসএক্স তৈরি করা এন্ডেভার ক্যাপসুলে করে চারজন ক্রু সদস্য যাত্রা শুরু করে৷ যা এর আগে চারবার সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছিল৷

অংশ নেয়া চার জন ক্রু এর মধ্যে তিনজনের জন্য এটি প্রথম মহাকাশ অভিযান৷ মিশন কমান্ডার ৪২ বছর বয়সী ম্যাথিউ ডমিনিক নৌবাহিনীর সাবেক  পাইলট৷ ৫৩  বছর বয়সী জেনেট এপস এর আগে ফোর্ড মোটর ও সিআইএ-তে কাজ করেছিলেন৷ রাশিয়ান আলেকজান্ডার গ্রেবেনকিন (৪১) একজন সাবেক সামরিক বিমান প্রকৌশলী৷

মিশনের অংশ নেয়া ক্রুদের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ হলেন ৬৪ বছর বয়সি মাইকেল ব্যারেট৷ যিনি এর আগে দু 'বার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পরিদর্শন করেছেন এবং দুটি স্পেসওয়াকে অংশ নিয়েছেন৷

মঙ্গলবার তারা কক্ষপথে পৌঁছবে বলে আশা করা হচ্ছে৷ তারা মার্কিন যুক্তরাষ্ট্র, ডেনমার্ক, জাপান এবং রাশিয়া থেকে সাতজনের একটি দলকে প্রতিস্থাপন করবে৷ যাদের  মধ্যে চারজন কয়েক দিনের ওভারল্যাপের পর পৃথিবীতে ফিরে আসবে৷

ক্রুরা অবক্ষয়জনিত রোগগুলি প্রতিরোধের  জন্য স্টেম সেল ব্যবহার করে অর্গানয়েড তৈরি করার পরীক্ষা-নিরীক্ষা করবে৷ সেখানে তারা  ত্রিমাত্রিক কোষের সক্ষমতা  বৃদ্ধি করতে মাইক্রোগ্রাভিটি পরিবেশের সুবিধা নেবে, যা পৃথিবীতে সম্ভব নয়৷

সূত্র  : ডয়চে ভেলে