ফ্রান্সের উদ্দেশ্যে স্পিকারের ঢাকা ত্যাগ

ফ্রান্সের উদ্দেশ্যে স্পিকারের ঢাকা ত্যাগ

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী

ফ্রান্সের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।প্যারিসে ‘উইমেন স্পিকার্স সামিটে’ যোগ দিতে মঙ্গলবার (৫ মার্চ) দিনগত রাত ১টার দিকে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

শিরীন শারমিনের সফরসঙ্গী হিসেবে রয়েছেন সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব এম. এ কামাল বিল্লাহ ও সার্জেন্ট অ্যাট আর্মস সাব্বির আহমেদ খান। এ ছাড়া স্পিকারের স্বামী সৈয়দ ইশতিয়াক হোসাইনও নিজ খরচে তার সফরসঙ্গী হয়েছেন।

ফ্রান্সের ন্যাশনাল অ্যাসেম্বলির আয়োজনে আজ (বুধবার) থেকে শুরু হওয়া দুই দিনব্যাপী সামিটে অংশ নেবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

ফ্রান্স সফর শেষে স্পিকার ও তার সফরসঙ্গীরা লন্ডনে যাবেন। সেখানে আগামী ১০ থেকে ১২ মার্চ ‘কমনওয়েলথ ৭৫ স্পেশাল সেলিব্রেশন’ শীর্ষক সম্মেলনে অংশ নেবেন।

ভ্রমণ শেষে আগামী ১৫ মার্চ স্পিকারের দেশে ফিরে আসার কথা রয়েছে।