পুরোনো বাইকে ভালো মাইলেজ পেতে যা করবেন

পুরোনো বাইকে ভালো মাইলেজ পেতে যা করবেন

ছবিঃ সংগৃহীত।

বাইক একটু পুরোনো হলেই মাইলেজ কমে যেতে থাকে। নতুন অবস্থায় দূর-দূরান্তে ছুটে যাচ্ছেন শখের বাইকটি সঙ্গী করে। কিন্তু কিছুদিন পরই দেখলেন বাইকের মাইলেজ অনেক কমে গেছে। বাইকের মাইলেজ ভালো পেতে কয়েকটি টিপস সবসময় মেনে চলুন।

দেখে নিন সেসব-

১. বাইক ভালো রাখতে পরিষ্কার রাখার কোনো বিকল্প নেই। বাইকের মাইলেজ ভালো পেতে হলেও এ বিষয়টি জরুরি। বাইকে কার্বুরেটর ইঞ্জিন সবসময় পরিস্কার রাখার চেষ্টা করুন। কার্বুরেটরে যদি সঠিক টিউনিং না থাকে বা তাতে যদি ময়লা জমে যায়, সেক্ষেত্রে মাইলেজ অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা থাকে।

২. নিয়মিত বাইকের সার্ভিসিং করাতে হবে। ইঞ্জিনের সার্ভিসিং করালে একদিকে যেমন ইঞ্জিনের আয়ু অনেকটাই বৃদ্ধি পায়, তেমনি মাইলেজও ভালো দেয়। তাই অবশ্যই কিছুদিন পর পর অভিজ্ঞ মেকানিককে দিয়ে বাইকটি অবশ্যই সার্ভিসিং করান।

৩. হঠাৎ যদি বাইকের অ্যাকসেলারেটরে পা দেন, সেক্ষেত্রে ইঞ্জিনের আরপিএম বৃদ্ধি পায়। ফলে পেট্রোলও খরচ হয় বেশি। এমনকি জোরে ব্রেক করলেও অনেক সময়ই বাইকের তেল বেশি পোড়ে। কাজেই নিরাপদ দূরত্ব থেকে ব্রেক করুন। 

৪. সবসময় একটি নির্দিষ্ট গতিতে বাইক চালান। অনেক বাইকেই স্পিডোমিটারে ইকোনমি স্পিড চিহ্নিত করা থাকে। সেই নির্দিষ্ট রেঞ্জের মধ্যেই বাইকের স্পিড রাখুন। 

৫. বাইকের ভালো মাইলেজ পেতে আরেকটি ব্যাপার সবসময় খেয়াল রাখুন। তা হচ্ছে সঠিক তেল ব্যবহার। ভেজাল বা মিক্সট পেট্রোল ব্যবহার করবেন না। এতে বাইকের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হতে পারে।

৬. বাইকের টায়ারে সবসময় একটি নির্দিষ্ট টায়ার প্রেশার বজায় রাখুন। তবে অতিরিক্ত টায়ার প্রেশারের ফলে যেমন আপনার বাইকের টায়ারটি ফেটে যেতে পারে, অন্যদিকে টায়ারে প্রেশার কম থাকলে বাইকের ইঞ্জিনের ওপর বেশি চাপ পড়বে। সেক্ষেত্রে বাইকের মাইলেজ বেশ কিছুটা কমবে।