এবার আগুনে পুড়লো মশার কয়েল তৈরির কারখানা

এবার আগুনে পুড়লো মশার কয়েল তৈরির কারখানা

ছবিঃ সংগৃহীত।

বুধবার দুপুর একটার দিকে লাগা আগুনে কারখানাটি সম্পূর্ণ পুড়ে গেলেও কর্মরত ২৫ জন শ্রমিক নিরাপদ রয়েছেন। 

বাগেরহাট ফায়ার সাভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. সাহাবুদ্দিন জানান, বুধবার দুপুর একটার দিকে শহরের দড়াটানা সেতু এলাকায় নারকেলের আচা গুঁড়ো করে মশার কয়েল তৈরি কারখানায় আগুন লাগার খবর পাই। পরে আমাদের দু’টি ইউনিট তড়িৎ গতিতে আগুন নিয়ন্ত্রের কাজ শুরু করে।

প্রায় আধা ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের সর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। আগুনে কারখানাটি সম্পূর্ণ রূপে পুড়ে গেছে।

গত ৮ বছর ধরে কারখানাটি নারকেলের আচা গুঁড়ো করে মশার কয়েল তৈরি করে আসছে। আগুনে কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তা জানাতে পারিনি ফায়ার সার্ভিস।