রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে ইবিতে ৪০ দিনের ছুটি

রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে ইবিতে ৪০ দিনের ছুটি

সংগৃহীত

ইবি প্রতিনিধি: পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে ৪০ দিনের ছটিতে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি)। আগামী ছুটি শুরু হচ্ছে আগামী ১১ মার্চ। এ উপলক্ষে মোট ৪০ দিনের ছুটি পাচ্ছেন শিক্ষার্থীরা। বুধবার (৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র রমজান মাস উপলক্ষে আগামী ১১ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। তবে ছুটি চলাকালীন সময়ে যদি কোন বিভাগ চূড়ান্ত পরীক্ষা গ্রহণ করতে চায়, তাহলে সংশ্লিষ্ট বিভাগ পরিবহন অফিসে রিকুইজিশন দিয়ে গাড়ির ব্যবস্থা গ্রহণ করবে।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বলেন, ক্যাম্পাস বন্ধ থাকাকালীন সময়ে জরুরি সেবা সমুহ  চালু থাকবে। রমজানে অফিসের সময়সূচি ও ছুটির বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। আমরা কর্তৃপক্ষের সাথে বসে নির্ধারণ করবো।

একাডেমিক ক্যালেন্ডার সূত্রে জানা যায়, আগামী ১১ মার্চ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। তবে ১৮ ও ১৯ এপ্রিল সাপ্তাহিক ছুটি থাকায় ২০ এপ্রিল থেকে একাডেমিক কার্যক্রম যথারীতি শুরু হবে।

ছুটিতে হল খোলা থাকার বিষয়ে জানতে চাইলে প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. আসাদুজ্জামান বলেন, হল বন্ধ বা খোলা রাখার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। তবে অফিস সমুহ খোলা থাকা পর্যন্ত (৩ এপ্রিল) হল খোলা থাকবে।