দেশজুড়ে সিরিজ বোমা হামলার ১৫ বছরপূর্তি আজ

দেশজুড়ে সিরিজ বোমা হামলার ১৫ বছরপূর্তি আজ

ফাইল ছবি

দেশজুড়ে সিরিজ বোমা হামলার ১৫ বছর পূর্তি আজ। ২০০৫ সালের ১৭ আগস্ট দেশের ৬৩ জেলায় ৫৫০টি স্থানে একযোগে সিরিজ বোমা হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)। এতে দু’জন নিহত ও ১০৪ জন আহত হন।

এ হামলার ঘটনায় ১৫৯টি মামলা হয়। এর মধ্যে ৫৯ মামলার বিচার কাজ আজও শেষ হয়নি। বাকি মামলাগুলো নিষ্পত্তি হয়েছে।

আদালত ও পুলিশ সদর দফতর সূত্রে জানা যায়, হামলার ঘটনায় দায়ের করা ১৫৯টি মামলায় ১৩০ জনকে আসামি করা হয়। পরে চার্জশিটে (অভিযোগপত্র) এক হাজার ৭২ জনকে আসামি করা হয়। বিভিন্ন অভিযানে গ্রেফতার হয় জেএমবির শীর্ষ নেতা শায়খ আবদুর রহমান, সিদ্দিকুর রহমান বাংলা ভাইসহ ৯৬১ জন।

 সাজাপ্রাপ্ত ৩২২ জনের মধ্যে ২৭ জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়। এর মধ্যে ৬ জনের ফাঁসি কার্যকর হয়েছে। বাকি ২১ জন এখনও পলাতক। এসব মামলায় খালাস দেয়া হয়েছে ৩৫৩ জনকে। বাকি আসামিরা পলাতক। ফাইনাল রিপোর্ট দেয়া হয় ১৭টি মামলার। আর চার্জশিট দেয়া হয় ১৪২টি মামলায়।

সিরিজ বোমা হামলার ঘটনায় সারা দেশে ১৫৯টি মামলা হয়। ১২৮টি মামলার রায় হয়েছে। যাবজ্জীবন কারাদণ্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে ৩২০ জনকে। এখনো বিচারাধীন ৫৫টি মামলা। ওই ঘটনায় নিষ্পত্তি করা মামলায় দণ্ডপ্রাপ্ত ৭৪ জঙ্গি জামিন পাওয়ার পর এখনো পলাতক।