হবিগঞ্জ জেলা পরিষদ উপ-নির্বাচনে জামানত হারালেন দুই প্রার্থী

হবিগঞ্জ জেলা পরিষদ উপ-নির্বাচনে জামানত হারালেন দুই প্রার্থী

ফাইল ছবি

হবিগঞ্জ জেলা পরিষদের উপ-নির্বাচন শান্তিপূণভাবে অনুষ্ঠিত হয়েছে। এবারের নির্বাচনে ৪ জন প্রার্থী লড়াই করলেও জামানত হারাতে চলেছেন দুইজন প্রার্থী। নিয়ম অনুযায়ী মোট প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ অর্থাৎ যারা সাড়ে ১২ শতাংশের কম ভোট পাওয়ায় তারা জামানত হারাবেন। বিষয়টি নিশ্চিত করেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইদুর রহমান। 

জামানত হারাতে যাওয়া প্রার্থীরা হলেন- ফরিদ উদ্দিন তালুকদার (মোটরসাইকেল প্রতীক) ৬ ভোট এবং নূরুল হক (চশমা প্রতীকে) ৫ ভোট পেয়েছেন। জেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার ছিল ১১০২ জন এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ১০৭৬ জন। এর মধ্যে হবিগঞ্জ জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলেয়া আক্তার ৫৬৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। 

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন ডা. মুশফিক হোসেন চৌধুরী। ফলে পদটি শূন্য হয়।