নকল বিড়ি বন্ধের দাবি বিড়ি শ্রমিকদের নেতাদের

নকল বিড়ি বন্ধের দাবি বিড়ি শ্রমিকদের নেতাদের

মতবিনিময়কালে বিড়ি শ্রমিক নেতারা

নকল বিড়ি বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। শনিবার বরিশাল অশ্বিনী কুমার দত্ত হলে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন বিড়ি শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নেতারা। এসময় বিড়ির মূল্যস্তর কমানোর জোর দাবি করেন তারা। সভায় বিড়ি শ্রমিকদের অধিকার ও বিড়ির উপর বৈষম্যমূলক কর প্রত্যাহারের বিষয়ে আলোচনা হয়।

জানা যায়, শনিবার (১৫ আগস্ট) বরিশাল অশ্বিনী কুমার দত্ত হলে বিড়ি শ্রমিক কেন্দ্রীয় কমিটির সাথে বরিশাল বিড়ি শ্রমিক নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশে বিড়ি শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি এম কে বাঙ্গালী, সাধারণ সম্পাদক আব্দুর রহমান,  সহ সম্পাদক হেরিক হোসেন, নারায়নগঞ্জ বিড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মো: সিরাজুল ইসলা, বরিশাল বিড়ি শ্রমিক সভাপতি প্রণব দেবনাথ, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ প্রমুখ।   

এসময় নতুন কমিটির সাথে কেন্দ্রীয় কমিটির মতবিনিময়কালে শ্রমিক নেতারা বলেন, এদেশে স্বাধীনতা সংগ্রামসহ গুরুত্বপূর্ণ আন্দোলনে বিড়ি শ্রমিকরা অগ্রনী ভূমিকা পালন করেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিড়ি শ্রমিকদের অবদানের কথা বিবেচনা করে বিড়িকে শুল্কমুক্ত ঘোষণা করেন। কিন্তু নানা ষড়যন্ত্রে বিড়ি শ্রমিকরা আজ দু:সহ জীবন যাপন করছে। তাই বিড়ির উপর ট্যাক্স কমিয়ে বিড়ি শ্রমিকদের সপ্তাহে ৬ দিন কর্মের নিশ্চয়তাসহ বিড়িকে কুটির শিল্প ঘোষণার জোর দাবি করেন তারা।