ভারত সীমান্তে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ের বৈঠক

ভারত সীমান্তে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ের বৈঠক

সংগৃহীত

ভারত সীমান্তে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ের বৈঠক আয়োজন করা হয়েছে।

সোমবার (১১ মার্চ) দুপুর সাড়ে ১২টায় ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার মুরুটিয়া থানার ফুলবাড়িয়া সীমান্তে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন কুষ্টিয়া সেক্টরের কমান্ডার কর্নেল এমারাত হোসেন এবং বিএসএফ’র পক্ষে নেতৃত্বে দেন বহরমপুর সেক্টর কমান্ডার ডিআইজি অনিল কুমার সিনহা।

মঙ্গলবার (১২ মার্চ) বিকেলে কুষ্টিয়া সেক্টরের কমান্ডার কর্নেল এমারাত হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

বৈঠকে উভয় দেশের সীমান্তে শান্তি রক্ষা, চোরাচালান রোধে যৌথ টহল জোরদার, অবৈধ অনুপ্রবেশ ও সীমান্তে কৃষকের ফসল কর্তন বিষয়ে আলোচনা হয়। বিকেল পর্যন্ত চলা উভয় দেশের সেক্টর কমান্ডার পর্যায়ের বৈঠক চলাকালে সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়।