ভোলায় স্কুল ব্যাংকিং সম্মেলন

ভোলায় স্কুল ব্যাংকিং সম্মেলন

সংগৃহীত

এবি ব্যাংক পিএলসি লিড ব্যাংক হিসেবে গত ৯ মার্চ ভোলায় স্কুল ব্যাংকিং কনফারেন্স করেছে। কনফারেন্সে জেলার ২৪টি স্কুলের প্রায় ১৫০ জন শিক্ষার্থী অংশ নেয়।

এ কনফারেন্সের মূল উদ্দেশ্য—শিক্ষার্থীদের সঞ্চয় সম্পর্কে অবগত করা এবং তাদের মধ্যে সঞ্চয়ের মানসিকতা গড়ে তোলা। শিক্ষার্থীদের আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে স্কুল ব্যাংকিং একটি চমৎকার ধারণা।

নফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. ইকবাল মহসীন। সভাপতিত্ব করেন এবি ব্যাংক পিএলসির এসইভিপি অ্যান্ড চিফ বিজনেস অফিসার শওকত আজিজ। বাংলাদেশ ব্যাংক এবং এবি ব্যাংকের কর্মকর্তাসহ স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকগণ কনফারেন্সে উপস্থিত ছিলেন।