উখিয়ায় আরসার প্রধান কমান্ডারসহ গ্রেফতার ৪

উখিয়ায় আরসার প্রধান কমান্ডারসহ গ্রেফতার ৪

সংগৃহীত

কক্সবাজারের উখিয়া ক্যাম্প থেকে মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরসার প্রধান কমান্ডার ও অর্থ শাখার প্রধান মো. করিম উল্লাহ প্রকাশ ওরফে কলিম উল্লাহকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫। একই সময়ে আরসা প্রধান আতাউল্লাহ জুনুনির অন্যতম দেহরক্ষী আকিজসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) ভোর রাতে কক্সবাজারের উখিয়ার ঘোনারপাড়া এলাকার ক্যাম্প-২০ এক্সেনশন ব্লক-৫ থেকে তাদের গ্রেফতার করা হয়।

কক্সবাজার র‍্যাব-১৫-এর সহকারী পরিচালক মো. আবু সালাম চৌধুরী বলেন, আরসার শীর্ষ সন্ত্রাসীরা ক্যাম্প ২০ এ অবস্থান করছে এমন সংবাদ পেয়ে বিশেষ অভিযান পরিচালনা করে র‍্যাব। আরসার সন্ত্রাসীদের আস্তানায় গিয়ে ক্যাম্পের কয়েকটি ব্লক ঘিরে ফেলা হয়। র‍্যাবের অবস্থান টের পেয়ে অনেকে পালানোর চেষ্টা করে। এ সময় র‍্যাব ধাওয়া দিয়ে চারজনকে আটক করেছে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পাহাড়ি আস্তানা থেকে বেশ কয়েকটি বিদেশি পিস্তলসহ গুলি উদ্ধার করা হয়।

এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।