রাশিয়ায় ভোটকেন্দ্রে ভাঙচুর, কয়েকজন আটক

রাশিয়ায় ভোটকেন্দ্রে ভাঙচুর, কয়েকজন আটক

সংগৃহীত

রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দিনে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলার অভিযোগে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।

ব্যালট বক্সে আগুন ও ভোটকেন্দ্রের ভেতরে ভাঙচুরের ঘটনায় অভিযুক্তদের আটক করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাস জানিয়েছে, এসব অনিয়মের ঘটনা বেশিরভাগ ঘটেছে মস্কোর ভোটকেন্দ্রগুলোয়। এছাড়া দক্ষিণ রাশিয়ার ভোরোনেজ ও উত্তর ককেশাসের কারাচে-চের্কেসিয়া অঞ্চলেও বেশ কয়েকটি ভাঙচুরের ঘটনা ঘটেছে।

এদিকে এক ভিডিও ফুটেজে সেন্ট পিটার্সবার্গের একটি ভোটকেন্দ্রের কাছে এক নারীকে কেন্দ্রের ভেতরে পেট্রোল বোমা নিক্ষেপ করতে দেখা গেছে। এছাড়া অন্য ভিডিওতে বিভিন্ন ভোটকেন্দ্রে সবুজ রঙের তরল ছিটিয়ে ব্যালট বাক্স ও ভোটিং বুথে আগুন দিতে দেখা যায়।

এসব ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে জানানো হলেও সংখ্যা উল্লেখ করেনি প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন।

ভোটকেন্দ্রগুলোয় তেমন উপস্থিতি নেই বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। শুক্রবার (১৫ মার্চ) বিকাল পর্যন্ত ভোটার উপস্থিতি ছিল ২৩ শতাংশ। চলমান ভোটগ্রহণ শেষ হবে আগামীকাল রবিবার। সূত্রবিবিসি