গণপরিবহনের বাড়তি ভাড়া নিয়ে বিকালে বৈঠক

গণপরিবহনের বাড়তি ভাড়া নিয়ে বিকালে বৈঠক

ফাইল ছবি

করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে সীমিত যাত্রী নিয়ে চলাচলের অনুমতি দেওয়া হয় গণপরিবহনগুলোকে। বাড়তি ভাড়া নেওয়া হলেও মানা হচ্ছে না স্বাস্থ্যাবিধি এ নিয়ে জনমনে ক্ষোভ তৈরি হয়েছে। এ অবস্থায় বাড়তি ভাড়ার বিষয়টি নিয়ে আজ বিকেলে বৈঠক ডেকেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বৈঠকে এ বিষয়ে করণীয় ঠিক করা হবে বলে বিআরটিএ-এর একটি সূত্র জানিয়েছে।

গত ৩১শে মে থেকে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালুর অনুমতি দেয় সরকার। ঈদুল আজহা পর্যন্ত স্বাস্থ্যবিধি মানা হলেও ঈদ শেষে সরকারি অফিস পুরোপুরি খুলে দেয়ার পর থেকে গণপরিবহনে শারীরিক দূরত্ব মানার নিয়ম ভাঙা হচ্ছে। যখন যাত্রী কম তখন নিয়ম মানা হচ্ছে। যাত্রী বেশি পেলেই ভাঙা হচ্ছে নিয়ম। নিয়ম ভঙ্গ করলেও ৬০ শতাংশ বাড়তি ভাড়া নেয়া হচ্ছে ঠিকই।
বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার বলেন, বৈঠকে পরিবহন সংশ্লিষ্টরা যোগ দেবেন। বর্তমান পরিস্থিতিতে গণপরিবহন চলাচল নিয়েই বৈঠকটি অনুষ্ঠিত হবে।