১৪১ প্রতিষ্ঠানকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা

১৪১ প্রতিষ্ঠানকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা

ফাইল ছবি

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে দেশব্যাপী অভিযান অব্যাহত রেখেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরসহ বিভিন্ন সংস্থা। তারই অংশ হিসেবে গতকাল অভিযান চালিয়ে ১৪১ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার। 

শনিবার (১৬ মার্চ) রাতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৬ মার্চ কৃষি বিপণন অধিদফতরের বেঁধে দেওয়া মূল্যে কৃষি পণ্য বিক্রয়ের লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ৫৫ টিম সারেদেশব্যাপী বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করে।

এ সময় ১৪১টি প্রতিষ্ঠানকে ৭ লাখ ৫২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করে।