মস্কোর রেড স্কয়ারে ভাষণ দিলেন পুতিন

মস্কোর রেড স্কয়ারে ভাষণ দিলেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর মস্কোর রেড স্কয়ারে ভাষণ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেইনের ক্রাইমিয়া উপদ্বীপ দখলের দশম বর্ষপূর্তিতে রেড স্কয়ারে জড়ো হয়েছে হাজার হাজার মানুষ।

প্রেসিডেন্ট পুতিন বলেছেন, আপন দেশের সৈকতে ফিরে এসেছে এই উপদ্বীপ। রুশ বাহিনীর দখল করা দনবাস এবং ইউক্রেইনের অন্যান্য অংশকেও ‘নতুন রাশিয়ার’ অংশ বলে বর্ণনা করেছেন পুতিন।

উপস্থিত লোকজন এ সময় রাশিয়া, রাশিয়া ধ্বনিতে স্লোগান দেয়। পুতিনের সংক্ষিপ্ত ভাষণের পর জাতীয় সংগীত গওয়া হয়। এরপর পুতিন উপস্থিত জনতাকে নির্বাচনে জয় এনে দেওয়ার জন্য ধন্যবাদ জানান।

এরপর শুরু হয় কনসার্ট। কনসার্ট শেষ হয় দেশাত্মবোধক গান এবং কবিতার মধ্য দিয়ে। পুতিন ভাষণে বলেন, ক্রাইমিয়া হচ্ছে, সর্বোপরি এর জনতা। সেভাস্তোপোল এবং ক্রাইমিয়ার জনগণ আমাদের গর্ব।

রেড স্কয়ারের সমাবেশে তিনি জানান, রোস্তভ থেকে অধিকৃত দোনেৎস্ক, মারিউপোল এবং বারদিয়ানস্ক পর্যন্ত রেলওয়ে লাইন দক্ষিণ এবং পূর্ব ইউক্রেইনে নতুন করে চালু করা হয়েছে। এখন সেটি ক্রাইমিয়ার বন্দরনগরী সেভাস্তোপোল পর্যন্ত বাড়ানো হবে।

ক্রাইমিয়া ১০ বছর আগে রাশিয়া দখল করে নিলেও উপদ্বীপটি আন্তর্জাতিকভাবে ইউক্রেইনের অংশ হিসাবে স্বীকৃত। পুতিন তার ভাষণে রাশিয়ার রেস্তোভ-অন-ডন থেকে ক্রাইমিয়ায় নতুন রেলওয়ে চালুর ঘোষণা দেন।

২০১৪ সালে ক্রাইমিয়া দখল করে রাশিয়া। রাশিয়ার মূল ভূখন্ড থেকে ক্রাইমিয়া পর্যন্ত একটি সেতু চালু হয় ২০১৮ সালে। কিনতু ইউক্রেইন যুদ্ধ শুরুর পর থেকে সেতুটি বারবার হামলার শিকার হয়েছে। এই রেলওয়ে হবে সেই সেতুরই বিকল্প পথ।

রেড স্কয়ারে জনতার উদ্দেশে পুতিন বলেন, আমরা এভাবেই একসঙ্গে হাতে হাত ধরে এগিয়ে যাব। এটি কথায় নয় কাজে করে দেখানো হবে। এতে সত্যিই মজবুত হব আমরা।