শিপমেন্টের তৈরি পোশাক চুরি, ছাত্রলীগ নেতা আটক

শিপমেন্টের তৈরি পোশাক চুরি, ছাত্রলীগ নেতা আটক

আটক আহমেদ রুবেল।

ঢাকার আশুলিয়ার একটি পোশাক কারখানার তৈরিকৃত পোশাক চুরির দায়ে আহমেদ রুবেল (৩১) নামের এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৯ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক আসওয়াদুর রহমান। এর আগে বিকেলে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা থেকে তাকে আটক করা হয়। 

আটক আহমেদ রুবেল মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক । 

আশুলিয়া থানার উপ-পরিদর্শক আসওয়াদুর রহমান জানায়, সাভারের আশুলিয়ার জামগড়া এলাকার এনআর পোশাক কারখানা গত ১৪ আগস্ট তাদের তৈরিকৃত পোশাক শিপমেন্টের জন্য একটি কাভার্ডভ্যানে করে চট্রগ্রাম নৌ-বন্দরে পাঠায়। এসময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা এলাকায় কাভার্ডভ্যান থেকে আংশিক পণ্য চুরি হয়। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হলে ঘটনার দুইদিন পর ওই কাভার্ডভ্যানের চালক ও সহযোগীকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যমতে ঘটনার সঙ্গে জড়িত গজারিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহমেদ রুবেলকে আটক করা হয়। এসময় চুরি যাওয়া মালামাল উদ্ধার করেছে পুলিশ।

আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক শেখ রিজাউল হক দীপু জানান, প্রাথমিকভাবে আসামিদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। গ্রেফতারকৃতরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।