শরীয়তপুরে ৪০০ কেজি জাটকাসহ আটক ৪

শরীয়তপুরে ৪০০ কেজি জাটকাসহ আটক ৪

প্রতিকী ছবি

শরীয়তপুরের গোসাইরহাটে ৪০০ কেজি জাটকা জব্দসহ ৪ জনকে আটক করেছে নৌপুলিশ। পরে জব্দ করা মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।শনিবার (২৩ মার্চ) সকালে উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের সাতপাড়া এলাকা থেকে মাছগুলো জব্দ করে নরসিংহপুর নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা।

আটকরা হলেন, হিজলা গৌরবর্দী এলাকার শরীফ মাঝি (৩০), শাহিন মাঝি (২৪), আনিছ সরদার (৩৮) ও ভোলা জেলার মো. সাগর (২৫)।স্থানীয় ও নৌপুলিশ সূত্রে জানা যায়, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বরিশাল জেলার হিজলা উপজেলার অরাকুল এলাকা থেকে দুইটি নৌকায় জাটকা নিয়ে বিক্রির উদ্দেশ্যে শরীয়তপুরের গোসাইরহাট এলাকায় যাচ্ছিলেন অসাধু ব্যবসায়ীরা।

এমন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে সখিপুর নরসিংহপুর নৌপুলিশের একটি টিম কুচাইপট্টি ইউনিয়নের সাতপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ৪০০ কেজি জাটকা জব্দ করার পাশাপাশি চারজনকে আটক করা হয়। পরবর্তীতে জব্দ জাটকাগুলো স্থানীয় কয়েকটি এতিমখানায় বিতরণ করা হয়।

এ বিষয়ে নরসিংহপুর নৌপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. নাজমুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুটি নৌকা থেকে চারশো কেজি জাটকা জব্দ করা হয়েছে। মাছ পরিবহনের সঙ্গে জড়িত চারজনকে আটক করা হয়েছে। পরে মাছগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে। ইলিশের উৎপাদন বাড়াতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।