এবার গেমিং সুবিধা আনছে লিংকডইন

এবার গেমিং সুবিধা আনছে লিংকডইন

ছবি: সংগৃহীত

এবার গেম খেলার সুবিধা আনছে পেশাজীবীদের সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইন। শুরুতে কুইন্স, ইনফারেন্স ও ক্রসক্লাইম্ব এই ৩টি গেম খেলতে পারবেন এর ব্যবহারকারীরা।

প্রযুক্তিভিত্তিক সংবাদমাধ্যম টেক ক্রাঞ্চের বরাত দিয়ে এ খবর জানিয়েছে দ্য ইকোনমিক টাইমস।

টেক ক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়, বিশেষত মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য গেম সুবিধা আনতে কাজ করছে মাইক্রোসফটের মালিকানাধীন এই প্রতিষ্ঠানটি। গেম বানানোর কাজ প্রায় শেষের পথে। বেশিরভাগ গেমই হবে পাজলভিত্তিক।

লিংকডইনের একজন মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কবে ফিচারটি লঞ্চ করা হবে, সে ব্যাপারে কিছু জানাননি তিনি।

তবে লিংকডইনের অ্যাপ গবেষক নিমা ওজি জানিয়েছেন, খুব তাড়াতাড়ি গ্রাহকরা এ সুবিধা উপভোগ করতে পারবেন। আশা করছি, এই মজার গেমগুলো খেলার মাধ্যমে লিংকডইন ব্যবহারকারীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ আরও সুদৃঢ় হবে।
 
বর্তমানে বিশ্বের ১০০ কোটিরও বেশি ব্যবহারকারী রয়েছে লিংকডইনে। প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, নতুন এ সুবিধা যোগ করার মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমটির জনপ্রিয়তা আরও বৃদ্ধি পাবে।