তসরিফা ইন্ডাস্ট্রিজের নতুন চেয়ারম্যান লিরা রিজওয়ানা

তসরিফা ইন্ডাস্ট্রিজের নতুন চেয়ারম্যান লিরা রিজওয়ানা

ফাইল ছবি

পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (৩ এপ্রিল) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, নতুন কোম্পানি চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন লিরা রিজওয়ানা কাদের। তিনি গত ২০ মার্চ থেকে তসরিফা ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

প্রসঙ্গত, তসরিফা ইন্ডাস্ট্রিজ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০১৫ সালে। ‘বি’ ক্যাটাগরির এ কোম্পানির পরিশোধিত মূলধন ৬৭ কোটি ৯৮ লাখ ৫০ হাজার টাকা। সে হিসেবে কোম্পানির মোট শেয়ার সংখ্যা ৬ কোটি ৭৯ লাখ ৮৫ হাজার ১১৯টি। এর মধ্যে কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৪৫.৫৭ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ২১.২১ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৩৩.২২ শতাংশ শেয়ার রয়েছে।

সর্বশেষ ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ৩.৫০ লভ্যাংশ দিয়েছে কোম্পানির পরিচালনা পর্ষদ।