গাজার শিশুদের জন্য ১০ লাখ ডলার অনুদান শ্রীলঙ্কার

গাজার শিশুদের জন্য ১০ লাখ ডলার অনুদান শ্রীলঙ্কার

সংগৃহীত ছবি

যুদ্ধবিধ্বস্ত গাজায় মানবিক বিপর্যয়ে থাকা শিশুদের সহায়তার জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থাকে ১০ লাখ ডলার অনুদান দিয়েছে শ্রীলঙ্কা। 

যদিও দেশটির বর্তমানে শ্রীলঙ্কাই ভয়াবহ অর্থনৈতিক সংকটে জর্জরিত। তবুও দেশটির প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের এ সংক্রান্ত একটি প্রস্তাব দেশটির মন্ত্রিসভা অনুমোদন দেয়। 

গতকাল মঙ্গলবার ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডলইস্ট মনিটর।

প্রতিবেদনে বলা হয়, অর্থনৈতিক সংকট সত্ত্বেও শ্রীলঙ্কা এ অনুদান দিয়েছে। জাতিসংঘের ত্রাণ সংস্থা ভেঙে ফেলার যে পরিকল্পনা করা হচ্ছে, তা মোকাবিলার অন্যতম প্রচেষ্টা এটা। ইউএনআরডব্লিউএর কর্মীরা হামাসের সঙ্গে জড়িত বলে ইসরায়েল বরাবরই দাবি তুলেছে। যদিও তারা কখনোই তাদের দাবির সপক্ষে প্রমাণ দিতে পারেনি। এছাড়াও তারা গাজায় জাতিসংঘের এ সংস্থাটির কার্যক্রম বন্ধ করে দেয়ার জন্য বিভিন্ন পর্যায়ে লবিং করছে। ইসরায়েলের দাবি, সংস্থাটি না থাকলে শরণার্থী সমস্যাও থাকবে না।

এমন পরিস্থিতির মধ্যে মঙ্গলবার গাজার জন্য ১০ লাখ ডলার অনুদান দিয়েছে অর্থনৈতিক সংকটে জর্জরিত শ্রীলঙ্কা।