নাকুগাঁও স্থলবন্দরে ৬ দিন আমদানি-রফতানি বন্ধ

নাকুগাঁও স্থলবন্দরে ৬ দিন আমদানি-রফতানি বন্ধ

ফাইল ছবি

পবিত্র ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষে শেরপুরের নালিতাবাড়ীর নাকুগাঁও স্থলবন্দর টানা ৬ দিন আমদানি-রফতানি বন্ধ থাকবে।

তবে ঈদের দিনসহ প্রতিদিন ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। শ‌নিবার (৬ এপ্রিল) বন্দর কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন।

বন্দর সূত্র জানায়, মুসলিম সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর ও পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে নাকুগাঁও স্থলবন্দরের আমদানি-রফতানি ও লোড-আনলোডসহ সকল কার্যক্রম ৯ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত ৬ দিন বন্ধ থাকবে। আগামী ১৫ এপ্রিল থেকে এ বন্দর দিয়ে ফের আমদানি-রফতানি কার্যক্রমসহ সকল কার্যক্রম শুরু হবে।

নাকুগাঁও স্থলবন্দরের অতিরিক্ত পরিচালক (এডি) মোস্তাফিজুর রহমান জানান, ঈদুল ফিতর উপলক্ষে সরকারি বন্ধ ৩ দিন থাকলেও ব্যবসায়ীদের সিদ্ধান্ত মতে নাকুগাঁও স্থলবন্দর ৬ দিন বন্ধ থাকবে। ভারত- বাংলাদেশের পাসপোর্টধারীদের জন্য নাকুগাঁও ইমিগ্রেশন চেকপোস্ট ঈদের দিনসহ প্রতিদিন খোলা থাকবে। এতে যাত্রী পারাপারে কোনো প্রকার সমস্যা হবে না।