কমলাপুরে ঘরমুখো মানুষের স্রোত

কমলাপুরে ঘরমুখো মানুষের স্রোত

সংগৃহীত

ট্রেনে ঈদযাত্রার পঞ্চম দিন আজ। শবে কদরের ছুটির দিন কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে। ট্রেনে ওঠার অপেক্ষায় আছেন শত শত যাত্রী। সবারই অপেক্ষা বাড়ি যাওয়ার। 

রোববার রাতে কমলাপুর রেলস্টেশনে দেখা যায়, প্ল্যাটফর্মের বসার সিটগুলো কোনোটিই ফাঁকা নেই। কেউ কেউ নির্ধারিত সময়ের অনেক আগেই স্টেশনে এসেছেন। অনেকেই তাকিয়ে আছেন ট্রে শিডিউলের দিকে।

দিনাজপুরগামী পঞ্চগড় এক্সপ্রেসের যাত্রী লাইছুর বলেন, আমার ট্রেন সাড়ে ১১টার দিকে। নারায়ণগঞ্জ থেকে এসেছি। তিন ঘণ্টা আগে এসেছি। রাস্তায় যে জ্যাম তাই আগেভাগেই বের হয়েছি বাড়ি থেকে।

একই রুটের আরেক যাত্রী সাব্বির বলেন, এবার ঈদে ভালোই ছুটি পাওয়া গেছে৷ তাই আগেভাগেই বাড়ি যাচ্ছি। মনটা বাড়ি যাওয়ার জন্য অস্থির হয়ে আছে।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনে প্রতিদিন প্রায় দুই লাখ মানুষ ঢাকা ছাড়ছেন বলে জানিয়েছেন ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার। রেলওয়ে স্টেশনে নিজ কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা এখন পর্যন্ত রেলের সুষ্ঠু ব্যবস্থাপনা ধরে রাখতে পেরেছি। আগামী দুই দিন যাত্রী সংখ্যা বাড়বে। তখনও এমন পরিবেশ থাকবে বলে প্রত্যাশা করছি।’

মাসুদ সারওয়ার বলেন, ‘আজ কমলাপুর ও এর আশপাশের স্টেশন থেকে ৬৯টি ট্রেন ছেড়ে যাবে। এর মধ্যে ৪৪টি আন্তঃনগর ট্রেনের যাত্রীসংখ্যা ৩৩ হাজার ৫০০ জন। এছাড়া লোকাল, মেইল ও কমিউটার ট্রেন রয়েছে।’

শুধু ঈদ নয়, সব সময়ই ট্রেনের ছাদে ভ্রমণ করা সম্পূর্ণভাবে নিষেধ বলে জানান তিনি।