নীলফামারীতে র‌্যাবের হাতে ২৮৭ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ১

নীলফামারীতে  র‌্যাবের হাতে ২৮৭ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ১

প্রতিকী ছবি

মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২৮৭ বোতল ফেনসিডিল ও এক্সিকফ সিরাপসহ (কাশির সিরাপ) এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৩) নীলফামারী সিপিসি।

গ্রেফতার ব্যক্তির নাম মো. মফিজুল ইসলাম (৩৮)। তিনি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী গ্রামের মো. ইসমাঈল হোসেনের ছেলে।

সোমবার (০৮ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২, নীলফামারীর অধিনায়কের পক্ষে উপ-পরিচালক (মিডিয়া) স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব-১৩ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (০৭ এপ্রিল) রাত ৩টা ২০ মিনিটে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ১৯২ বোতল ফেনসিডিল ও ৯৫ বোতল এক্সিকফ সিরাপসহ (কাশির ওষুধ) শীর্ষ মাদক কারবারি মো. মফিজুল ইসলামকে (৩৮) গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামির বিরুদ্ধে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মাদক মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।