পাকিস্তানে চাঁদ দেখা গেছে, কাল ঈদ

পাকিস্তানে চাঁদ দেখা গেছে, কাল ঈদ

প্রতীকী ছবি

দক্ষিণ এশিয়ার মুসলিম অধ্যুষ্যিত দেশ পাকিস্তানের আকাশে আজ মঙ্গলবার (৯ এপ্রিল) শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল বুধবার পাকিস্তানে উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন

মঙ্গলবার সন্ধ্যায় দেশটির জাতীয় চাঁদ দেখা কমিটি রুয়েত-ই-হেলালের গবেষণা কাউন্সিল চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করে। বৈঠক শেষে এর চেয়ারম্যান মাওলানা আব্দুল খাবির আজাদ সংবাদ সম্মেলনে জানান, দেশটির করাচি, দির, ফয়সালাবাদ, স্কারদুসহ বিভিন্ন এলাকায় চাঁদ দেখা গেছে। এজন্য বুধবারই পাকিস্তানে পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হচ্ছে।

এদিকে, বাংলাদেশের মতো মঙ্গলবার ভারতের বেশিভাগ এলাকার আকাশেও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ভারতের রাজধানী দিল্লি ও লক্ষ্মৌর কোথাও চাঁদ দেখা যায়নি। এজন্য দেশটির স্থানীয় চাঁদ দেখা কমিটি বৃহস্পতিবার ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে।