২০২৬ বিশ্বকাপে মেসির খেলা নিয়ে যা বলছেন আর্জেন্টিনার কোচ

২০২৬ বিশ্বকাপে মেসির খেলা নিয়ে যা বলছেন আর্জেন্টিনার কোচ

ছবি: সংগৃহীত

লম্বা ফুটবল ক্যারিয়ারে সম্ভাব্য সব ট্রফিই উঁচিয়ে ধরেছেন লিওনেল মেসি। বাকি ছিল শুধু বিশ্বকাপ শিরোপা। ২০২২ সালে কাতারে তার সেই স্বপ্নও পূরণ হয়েছে। এরপর অনেকেই ভেবেছিলেন, ফুটবলকে বিদায় বলবেন আর্জেন্টাইন জাদুকর। তবে সেই কাঙ্ক্ষিত ঘোষণাটি এখনো দেননি লিও।

নিজের অবসর নিয়ে নানান সময়ে কথা বলেছেন মেসি। কিন্তু কখনোই স্পষ্ট করে কিছু বলেননি। তবে কিছুদিন আগেও তিনি বলেছেন, ‘যখন তিনি ফুটবলকে উপভোগ করবেন না, তখনই তিনি বিদায় বলবেন।’

এদিকে সবকিছু ঠিক থাকলে ২০২৬ বিশ্বকাপেও মেসিকে দেখা যাবে। সম্প্রতি লিওকে নিয়ে এমন ইঙ্গিত দিয়েছেন আর্জেন্টিনার সহকারী কোচ বরার্তো আয়ালাও।

তিনি বলেন, ‘আমি বিষয়টা নিয়ে ম্যাচ ধরে ধরে ভাবছি। এরপর কোপা আমেরিকায় কী হয়, আমরা তা দেখব। সে কোন অবস্থায় আছে, তা–ও যাচাই করা হবে। তবে সিদ্ধান্তটা পুরোপুরিভাবে তার কাছ থেকেই আসবে।’

মেসির জন্য অপেক্ষার পাশাপাশি তার বিকল্প তৈরি রাখার কথাও এ সময় বলেছেন আয়ালা, ‘আমাদের আরেকজন খেলোয়াড় প্রস্তুত রাখতে হবে।’