ইসরাইলের বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগ করবে লেবানন

ইসরাইলের বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগ করবে লেবানন

ইসরাইল থেকে ফসফরাস বোমাবর্ষণের পর লেবানন সীমান্তে আগুন ধরে যায়

লেবননের দক্ষিণ সীমান্তে একের পর এক হামলা জালিয়ে যাচ্ছে ইসরাইল। এর জন্য ইসরাইলের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আনুষ্ঠানিক অভিযোগ জানাবে বৈরুত।

আজ (বুধবার) প্রেসিডেন্ট মিশেল আউনের সঙ্গে বৈঠকের সময় এ ঘোষণা দিয়েছে লেবোননের সর্বোচ্চ প্রতিরক্ষা পরিষদ। বৈঠকে সভাপতিত্ব করেন প্রেসিডেন্ট আউন। এর একদিন আগে ইহুদিবাদী ইসরাইল লেবাননের দক্ষিণ সীমান্তে অন্তত ৩০টি ফসফরাস বোমাবর্ষণ করেন। ইসরাইলের গণমাধ্যমও এ খবর জানিয়েছে।

ইসরাইলি গণমাধ্যম বলেছে, সম্ভাব্য অনুপ্রবেশের আশংকা থেকে সীমান্তে গোলাবর্ষণ করা হয়। কিন্তু লেবাননের সেনাবাহিনী কিংবা হিজবুল্লাহ আন্দোলনের কেউই এ ধরনের কোনো তৎপরতার কথা জানায় নি।

গোলাবর্ষণের আগে ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লাহকে হুমকি দিয়ে বলেছিলেন, “আমাদের বিরুদ্ধে  কোনো রকমের হামলা হলে শক্তি দিয়ে তার প্রতিক্রিয়া দেখাব।” তিনি আরো বলেছেন, “আমি হিজবুল্লাহকে পরামর্শ দেব যে, তারা যেন আমাদের শক্তি পরীক্ষা না করে।”