ইসরায়েলে ইরানের হামলা নিয়ে হামাসের বক্তব্য

ইসরায়েলে ইরানের হামলা নিয়ে হামাসের বক্তব্য

ফাইল ছবি।

ইসরায়েলি ভূখণ্ডে ইরানের সরাসরি হামলার প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করেছে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। এক বিবৃতিতে তারা জানায়, এই হামলা চালানোর পূর্ণ অধিকার ছিল ইরানের। ইরানি রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

রবিবার ভোর রাতে সরাসরি ইসরায়েলের ওপর হামলা শুরু করে ইরান। নজিরবিহীন এ হামলায় ইসরায়েলজুড়ে ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তিন শতাধিক ড্রোন ও রকেট নিক্ষেপ করেছে ইরান। হামলা হয়েছে লেবানন ও ইয়েমেন থেকেও। জেরুজালেম ও তেলআবিবসহ পুরো ইসরায়েলজুড়ে বেজেছে বিমান হামলার সাইরেন।

হামাস জানায়, ‘আমরা বিশ্বাস করি জায়ানবাদী ইসরায়েল দামস্কে ইরানি কনস্যুলেটে যে হামলা চালিয়েছিল তার প্রেক্ষিতে ইরানের সামরিক হামলা চালানো সম্পূর্ণ বৈধ ও স্বাভাবিক।

বিবৃতিতে ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি দিতে সকল আরব, মুসলিম ও স্বাধীন জনগণের সমর্থন চেয়েছে হামাস।