রাজধানীতে সড়কে গেল রিকশাচালকের প্রাণ

রাজধানীতে সড়কে গেল রিকশাচালকের প্রাণ

ফাইল ছবি

রাজধানীর গাবতলী বেড়িবাঁধ এলাকায় সড়ক দুর্ঘটনায় রেজাউল (৩০) নামে এক ব্যক্তি মারা গেছেন। নিহত ব্যক্তি পেশায় রিকশাচালক হলেও ঘটনার সময় তিনি সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন।

রবিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে তিনি মারা যান। এর আগে, রাত ৮টার দিকে গাবতলী বেড়িবাঁধ স্লুইসগেট সংলগ্ন রাস্তায় এ দুর্ঘটনাটি ঘটে।

মৃত রেজাউল দিনাজপুরের বিরামপুর উপজেলার উত্তর কাটলা গ্রামের আনছার আলীর ছেলে। বর্তমান মোহাম্মদপুর ঢাকা উদয়ন এলাকায় থাকতেন। তার পরিবার থাকতো গ্রামের বাড়িতে।

ঢামেক হাসপাতালে নিয়ে আসা পথচারী কাজী শামসদীন হাবিব জানান, মৃত রেজাউল পেশায় রিকশাচালক ছিলেন। রবিবার রাত সাড়ে আটটার দিকে রিকশা ছাড়াই তিনি হেঁটে রাস্তা পারাপারের সময় যেকোনো যানবাহনের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। তবে অবস্থার অবনতি হলে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে রাত ১২টার দিকে মারা যান তিনি।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

মৃতের বন্ধু মো. ফারুক বলেন, খবর পেয়ে ঢামেক হাসপাতালে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পাই। পরে তার স্বজনদের সংবাদ দেওয়া হয়েছে। তারা ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন।