মস্কোতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন

মস্কোতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন

সংগৃহীত

রাশিয়ার মস্কোতে নানা আয়োজনে বৈশাখ উদযাপন করেছে বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ‘বাংলাদেশ ছাত্র সংগঠন রুদেন’। বৈশাখ উপলক্ষে সাংস্কৃতিক আড্ডার আয়োজন করে সংগঠনটি।

বৈশাখের বর্ণাঢ্য এই আয়োজনে রাশিয়া প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি সরব হয়েছিল বিদেশি অতিথিরাও।

সংগঠনের সভাপতি মো. মেহেদি হাসান ও সাধারণ সম্পাদক মো. জসিম হাওলাদার জানান, বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূরে থেকেও নিজেদের শেঁকড় ভুলে যাইনি। প্রতিনিয়ত চেষ্টা করি- নিজেদের সংস্কৃতিতে বিশ্ব দরবারে তুলে ধরতে। সবার উৎসাহ আমাদের সামনের পথ চলতে সহায়ক হবে। সাংস্কৃতিক আড্ডায় আসার জন্য বিদেশি বন্ধুদের প্রতিও আন্তরিক ভালোবাসা জানাই।

বৈশাখ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক আড্ডার সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন- রুদেন ইউনিভার্সিটির শিক্ষক ড. প্রশান্ত ধর, বাংলা প্রেসক্লাব রাশিয়ার সভাপতি বারেক কায়সার, সাধারণ সম্পাদক ফারজানা স্মৃতি, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পিএইচডি গবেষক সৈয়দ আহসানুল ইসলাম আশিক, মাস্টার্সের শিক্ষার্থী জি এম ইয়াসরিফুল ইসলাম, সানজিদা কামাল, কাজী সোনিয়া তাসনীম প্রমুখ।