স্মার্টফোন বাজারে অ্যাপলকে ছাড়িয়ে শীর্ষে স্যামসাং

স্মার্টফোন বাজারে অ্যাপলকে ছাড়িয়ে শীর্ষে স্যামসাং

ছবি: সংগৃহীত

বিশ্বের শীর্ষ স্মার্টফোন নির্মাতার খেতাব নিজ দখলে নিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং। আইফোনের শিপমেন্ট কমে যাওয়ায় অ্যাপলকে টপকে এখন  শীর্ষস্থানে প্রতিষ্ঠানটি।

ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশনের (আইডিসি) ওয়ার্ল্ডওয়াইড কোয়ার্টারলি মোবাইল ফোন ট্র্যাকারের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের প্রথম প্রান্তিকে স্যামসাং সারা বিশ্বে ২৮ কোটি ৯৪ লাখ ইউনিট স্মার্টফোন পাঠিয়েছে। যা বিশ্ব প্রযুক্তি বাজারের ২০ দশমিক ৮ শতাংশ। বিশ্ববাজারে স্যামসাংয়ের স্মার্টফোন বিক্রি ৭ দশমিক ৮ শতাংশ বেড়েছে।

বৈশ্বিক স্মার্টফোন শিপমেন্টের ১৭ দশমিক তিন শতাংশ দখলে রেখে এখন অবশ্য দ্বিতীয় অবস্থানে আছে অ্যাপল। এমনকি হুয়াওয়ের মতো বিভিন্ন চীনা ব্র্যান্ডের অবস্থানও উর্ধ্বমুখী এ বাজারে। দুই কোম্পানির প্রতিযোগিতার মধ্যে ১৪ দশমিক ১ শতাংশ বাজার নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে চীনা কোম্পানি শাওমি।

গত বছর ডিসেম্বরে সম্পূর্ণ উল্টো চিত্র ছিল। বছরের শেষ প্রান্তিকে স্মার্টফোন তৈরি ও সরবরাহে স্যামসাংয়ের রেকর্ডকে ছাড়িয়ে যায় অ্যাপল। বর্তমানে হুয়াওয়েসহ অন্য অ্যান্ড্রয়েড ডিভাইস উৎপাদনকারীদের প্রভাবে অ্যাপলের বাজার নেমে এসেছে।

চলতি বছরের প্রথম প্রান্তিকে অ্যাপল ৫ কোটি ১০ লাখ ইউনিট আইফোন বিক্রি করেছে বলে জানিয়েছে আইডিসি। যেখানে আগের বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৫ কোটি ৫৪ লাখ ইউনিট। তা ছাড়া ২০২৩ সালের শেষ প্রান্তিকে চীনের বাজারে অ্যাপলের স্মার্টফোন বিক্রি কমেছে ২ দশমিক ১ শতাংশ।

চীন অ্যাপল ফোনের তৃতীয় বৃহত্তম বাজার। কিন্তু কিছু চীনা প্রতিষ্ঠান তাদের কর্মচারীদের অ্যাপল ডিভাইস ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করে। চীনা অ্যাপ ব্যবহারে মার্কিন সরকারের কড়াকড়ি আরোপের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয় শি জিন পিং প্রশাসন।