আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিদর্শক টিম

আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিদর্শক টিম

ছবি: প্লাবন দাস জিকু

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ এবং হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিদর্শক টিম। বুধবার  (১৭ ই এপ্রিল) বেলা ১২ টার দিকে রাজধনীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ এবং  হাসপাতালের সার্জারি বিভাগ, ডায়ালাইসিস ইউনিট, লাইব্রেরী, কম্পিউটার ল্যাব, পুরুষ সার্জারি ও মেডিসিন ওয়ার্ড,ভিআইপি কেবিন পরিদর্শন করেন তারা। পরে পরিদর্শন টিমের সদস্যরা কলেজের কনফারেন্স রুমে কলেজ কর্তৃপক্ষের সাথে আলোচনায় বসেন।

পরিদর্শক টিমের সদ্যরা হলেন, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. উপল সিজার, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মোস্তাহিত মোহাম্মদ হোসেন রুবেল, স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ সচিব শারমিন ইয়াসমিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. শাহরিয়ার নবী ।

এসময় উপস্থিত ছিলেন আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক ডা. মুহাম্মদ আব্দুস সবুর, আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মাহমুদা হাসান , আদ্-দ্বীন হাসপাতাল সমূহের মহাপরিচালক অধ্যাপক ডা. নাহিদ ইয়াসমিন, আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের উপ-অধ্যক্ষ অধ্যাপক ডা.মাজারুল ইসলাম, শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা. সাইয়দা আনোয়ার, সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. সরর্দার মোঃ রেজাউল করীম,অর্থপ্রেডিক্স বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. শহিদুল ইসলামসহ মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকরা।

আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা ব্যবস্থাসহ সার্বিক বিষয় তুলে ধরেন আদ্-দ্বীন হাসপাতাল সমূহের মহাপরিচালক অধ্যাপক ডা. নাহিদ ইয়াসমিন।