সেমিফাইনালে হলান্ডের খেলা নিয়ে অনিশ্চয়তায় সিটি

সেমিফাইনালে হলান্ডের খেলা নিয়ে অনিশ্চয়তায় সিটি

ছবি: সংগৃহীত

গত মৌসুমেই ট্রেবল জয় করা ম্যানচেস্টার সিটির সামনে এবারও সুযোগ ছিল ট্রেবল জয় করার। তবে ডাবল ট্রেবলের স্বপ্ন পূরণ হল না দলটির। রিয়াল মাদ্রিদের কাছে হেরে বিদায় নিতে হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকেই। এদিকে হেরে যাওয়া সেই ম্যাচেই চোট পেয়েছেন আর্লিং হলান্ড। ফলে এফএ কাপের সেমিফাইনালে তিনি খেলতে পারবেন কি না তা নিয়েও আছে অনিশ্চয়তা।

আজ শনিবার এফএ কাপের ফাইনালে ওঠার লড়াইয়ে চেলসির বিপক্ষে মাঠে নামবে ম্যানসিটি। তবে স্টামফোর্ড ব্রিজের দলটির বিপক্ষে দলের সেরা স্ট্রাইকার খেলতে পারবেন কি না তা নিয়ে এখনো নিশ্চিত নন পেপ গার্দিওলা। রিয়ালের বিপক্ষে ম্যাচেই হলান্ড চোট পেয়েছিলেন বলে জানিয়েছেন তিনি।

রিয়ালের বিপক্ষে ম্যাচে হলান্ড এবং কেভিন ডি ব্রুইনাকে তুলে নিয়েছিলেন গার্দিওলা। এ দুজনই সেই ম্যাচে শেষদিকে সমস্যায় ভুগছিল বলেই জানিয়েছেন তিনি। গার্দিওলা বলেন, ‘আর্লিং একটু সমস্যা অনুভব করছিল, পেশির কোনো কিছু…। কেভিন খুবই ক্লান্ত ও শ্রান্ত হয়ে পড়েছিল, আর পারছিল না। চোটের কারণে পাঁচ মাস বাইরে থাকার পর কিছুদিন আগে সে ফিরেছে, কাজেই এরকম হওয়া স্বাভাবিক।’

এদিকে ডি ব্রুইনা সুস্থ হয়ে ওঠলেও হলান্ডকে নিয়ে এখনো নিশ্চিত নন জানিয়ে সিটি কোচ বলেন, ‘কেভিন (ডি ব্রুইনা) ঠিক আছে। আর্লিংয়ের (হলান্ডের) ব্যাপারটা দেখতে হবে। ওর হালকা চোট আছে, একটু সমস্যা আছে। সে কতটা ভালো অনুভব করছে, আগামী কয়েক ঘণ্টা আমরা তা পর্যবেক্ষণ করব।’

টানা খেলার চাপের কারণে ফুটবলারদের অবসাদগ্রস্ত হয়ে পড়া স্বাভাবিক বলেও জানিয়েছেন তিনি। গার্দিওলা বলেন, ‘যে পরিমাণ ম্যাচ আমরা এই মৌসুমে ও গত মৌসুমে খেলেছি, এটা স্বাভাবিকই। তরতাজা হয়ে ওঠার সময় খুব একটা মেলে না। বাড়তি সময় খেলতে হয়েছে আমাদের এবং তীব্রতাও ছিল প্রচণ্ড। আমরা তো মেশিন নই, অবসাদ তাই থাকারই কথা।’