হামাস-ইসরাইল পাল্টাপাল্টি হামলা : গাজায় উত্তেজনা চরমে

হামাস-ইসরাইল পাল্টাপাল্টি হামলা : গাজায় উত্তেজনা চরমে

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ও ইহুদিবাদী ইসরাইলের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী সেনারা কয়েক দফা বিমান হামলা ও ট্যাংকের গোলাবর্ষণ করে।

দখলদার ইসরাইলি বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, হামাসের কয়েকটি ভূগর্ভস্থ স্থাপনা ও সামরিক অবস্থানে বিমান হামলা ও কামানের গোলা গোলাবর্ষণ করা হয়েছে। বিবৃতিতে দাবি করা হয়, গাজা থেকে ছয়টি রকেট ছোঁড়ার পর ইসরাইলি সেনারা হামাসের অবস্থানে হামলা চালায়।

তবে জানা গেছে, হামাসের অবস্থানে কামানের গোলাবর্ষণ করার পরই হামাস ইসরাইলে রকেট ছোঁড়ে। এসব হামলা পাল্টা হামলায় ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

বিবৃতিতে আরো বলা হয়েছে, গাজা থেকে রকেট ছোঁড়ার পর ইসরাইলের নাহাল ওজ এবং অ্যালুমিমে সাইরেন বাজিয়ে লোকজনকে সতর্ক করা হয় যাতে তারা ক্ষেপণাস্ত্র আশ্রয়কেন্দ্রে চলে যায়।

ইসরাইলি বাহিনীর একজন মুখপাত্র নাম প্রকাশ না করার শর্তে বলেন, গাজা থেকে ছোঁড়া রকেটগুলো কোথায় পড়েছে তিনি তা জানেন না তবে কোনো রকেট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম দিয়ে ভূপাতিত করা হয়নি।

সূত্র : পার্সটুডে