বগুড়ায় পিতার হাতে শিশু কন্যা খুন

বগুড়ায় পিতার হাতে শিশু কন্যা খুন

প্রতীকী ছবি

বগুড়ার কাহালুতে পিতার চাকুর আঘাতে তার সাত বছর বয়সী শিশু কন্যা নিহত হয়েছে। মঙ্গলবার সকাল ৮ টায় কাহালু পৌর এলাকার সাগাটিয়া পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর পরই শিশুটির পিতা মো. রহিম শাহ বাড়ি থেকে পালানোর চেষ্টা করে। এ সময় কাহালু থানার পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত রহিম ওই গ্রামের মালেকের ছেলে।

জানা গেছে, শিশু কন্যা রাহি মনি কাহালু ফাজিল ডিগ্রি মাদ্রাসার ইবতেদায়ী শাখার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। সকালে রাহি মনির পড়াশোনার বিষয়ে বাবা রহিম রাগান্বিত হয়ে চাকু রাখা প্লাস্টিকের ব্যাগ দিয়ে খাটের ওপর বসে থাকা মেয়ে রাহি মনির শরীরে আঘাত করে। এতে ব্যাগ ফুটো হয়ে চাকুটি রাহি মনির শরীরে নিম্ন অংশে লাগে। এতে সে গুরুতর আহত হয়ে মৃত্যুবরণ করে। 

রহিমের স্ত্রী রোজিফা জানায়, অনাকাঙ্ক্ষিতভাবে ঘটনাটি ঘটে গেছে। রহিম পুকুরে নেট সেটিংয়ের কাজ করে জীবিকা নির্বাহ করে থাকে। যার কারণে তার প্লাস্টিকের ব্যাগে সবসময় নেট কাটার জন্য ছোট চাকু থাকে। মেয়েকে শাসন করার সময় ব্যাগের মধ্যে চাকু ছিল এটা তার স্মরণ ছিল না