শাহ পরীর দ্বীপে মাছের ড্রাম থেকে ৮০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

শাহ পরীর দ্বীপে মাছের ড্রাম থেকে ৮০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

সংগৃহীত

কক্সবাজারের টেকনাফের শাহ পরীর দ্বীপে অভিযান চালিয়ে ৮০ হাজার ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ডের সদস্যরা। আটককৃত মাদক ব্যবসায়ী হলেন টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ ডাঙ্গর পাড়ার মোহাম্মদ সৈয়দের ছেলে মাহবুব রহমান (৩৭)।

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি গণমাধ্যমকে এসব তথ্য জানান।

তিনি বলেন, মঙ্গলবার (২৩ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ডের একটি দল টেকনাফ থানাধীন শাহ পরীর দ্বীপ নতুন রাস্তার উত্তর পাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন সময়ে একটি ইজিবাইকের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ডের আভিযানিক দল ওই ইজিবাইকটিকে থামিয়ে তল্লাশী করা হয়। তল্লাশীকালে ওই ইজিবাইকের পিছনে ঝুলিয়ে রাখা মাছ বহনকারী একটি ড্রামে তল্লাশী করে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ৮০ হাজার পিস ইয়াবা ও ইজিবাইকটি জব্দ করা হয়। এসময় মাহবুব রহমান নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। 

তিনি আরও বলেন, জব্দকৃত ইয়াবা, ইজিবাইক ও আটককৃত ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

এদিকে স্থানীয় সূত্রে জানা যায়, টেকনাফ শাহ পরীর দ্বীপের একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে মাছ ড্রামের আড়ালে ইয়াবা কারবার করে আসছিল। ওই সিন্ডিকেটের সদস্য মাহবুব ইয়াবাসহ আটক হলেও ডাঙ্গর পাড়ার মকবুল, আবদুস শুক্কুর, মাঝের পাড়ার সব্বির ও বেইঙ্গাসহ সিন্ডিকেটের অন্যান্য সদস্যরা অধরা রয়েছে।