ইরাকে ১১ আইএস সদস্যের ফাঁসি কার্যকর

ইরাকে ১১ আইএস সদস্যের ফাঁসি কার্যকর

প্রতিকী ছবি

ইরাকি কর্তৃপক্ষ এই সপ্তাহে ‘সন্ত্রাসবাদের’ জন্য দোষী সাব্যস্ত ১১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। বুধবার সুরক্ষা ও স্বাস্থ্য সূত্র এই তথ্য জানিয়েছে। অধিকার গোষ্ঠী অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ‘স্বচ্ছতার উদ্বেগজনক অভাব’ থাকায় ঘটনার নিন্দা জানিয়েছে।

ইরাকি আইন অনুযায়ী, সন্ত্রাসবাদ ও হত্যার অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড এবং মৃত্যুদণ্ডের ডিক্রিতে প্রেসিডেন্টের স্বাক্ষর থাকতে হয়।খবর অনুসারে, দক্ষিণাঞ্চলীয় ধিকার প্রদেশের একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, বিচার মন্ত্রণালয়ের একটি দলের তত্ত্বাবধানে নাসিরিয়াহ শহরের একটি কারাগারে ইসলামিক স্টেটের ১১ সন্ত্রাসীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

স্থানীয় একটি মেডিকেল সূত্র নিশ্চিত করেছে, স্বাস্থ্য বিভাগ মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১১ জনের মরদেহ গ্রহণ করেছে। সোমবার ‘সন্ত্রাসবিরোধী আইনে’ তাদের ফাঁসি দেওয়া হয়েছে বলে জানিয়েছে সূত্রটি।