তীব্র দাবদাহে রাজশাহীতে স্যালাইন-পানি বিতরণ

তীব্র দাবদাহে রাজশাহীতে স্যালাইন-পানি বিতরণ

সংগৃহীত ছবি

তীব্র দাবদাহে রাজশাহীতে জরুরি প্রয়োজনে বের হওয়া তৃষ্ণার্তদের মাঝে স্যালাইন-পানি ও বিস্কুট বিতরণ করা হয়েছে। শুক্রবার নগরীর শহীদ কামরুজ্জামান চত্বরে চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় এ সেবা দেন উন্নতির শীর্ষে রাজশাহী উদ্যোক্তা।

উন্নতির শীর্ষে রাজশাহী উদ্যোক্তা ঊম্মে সালমা সুখী বলেন, তীব্র তাপপ্রবাহের কারণে রাজশাহীবাসী অনেক কষ্ট পাচ্ছে। তাই আমরা সাধারণ মানুষের মাঝে পানি-স্যালাইন ও বিস্কুট বিতরণ করছি। এক হাজার পথচারি, রিকশাচালক ও যাত্রীদের মাঝে পানি এবং স্যালাইন বিতরণ করা হয়েছে। আমাদের এই সেবা শ্রমজীবী সকলের জন্য উন্মুক্ত। চলমান তাপপ্রবাহ থাকা পর্যন্ত এ কার্যক্রম চলামান থাকবে। এছাড়া হিট স্ট্রোক ও স্বাস্থ্য সুরক্ষায় জনসচেতনতা মূলক প্রচারাভিযান চলছে। 

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সহ-সভাপতি সুলতান মাহমুদ সুমন, সোনালী ব্যাংক কোর্ট শাখার ব্যবস্থাপক মো. রেজা, উন্নতির শীর্ষে রাজশাহী উদ্যোক্তার অ্যাডমিন ঊম্মে সালমা সুখী, ঊম্মে হামিদা, রাহুল খান রনো, তানভীর উল ইসলাম, তারেক রহমান, তৌসিফ প্রমুখ