ব্রাহ্মণবাড়িয়ায় বৃষ্টির জন্য চোখের জল ভাসিয়ে প্রার্থনা

ব্রাহ্মণবাড়িয়ায় বৃষ্টির জন্য চোখের জল ভাসিয়ে প্রার্থনা

ছবি : সংগৃহীত

দেশে তীব্র তাপপ্রবাহ থেকে পরিত্রাণ পেতে স্বস্তিদায়ক কোমল আবহাওয়া ও বৃষ্টির জন্য চোখের জল ভাসিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে।

শনিবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার কুট্টাপাড়া আনসারীয়া ঈদগা কমিটির আয়োজনে স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে এ নামাজ ও দোয়ার আয়োজন করা হয়। এতে অংশ নিতে বিভিন্ন মাদরাসার শিক্ষার্থীসহ বিভিন্ন গ্রামের ধর্মপ্রাণ মুসলমানরা ছুটে আসেন।

নামাজে ইমামতি করেন সরাইল বিকেল বাজার শাহী মসজিদের খতিব মাওলানা খালেদ সাইফুল্লাহ্ আল হুদা। এ সময় মহান আল্লাহ্তায়ালার সন্তোষ্টি কামনা করে দুই রাকাত নামাজ আদায় করা হয়।

নামাজ শেষে খুতবা পাঠ ও চলমান তাপদাহসহ বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় থেকে মুক্তি পেতে চোখের জল ভাসিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ ও দোয়া করা হয়।