সিরাজগঞ্জে গৃহবধ‍ূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জে গৃহবধ‍ূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিকী ছবি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় খাদিজা খাতুন (২৮) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে পুলিশ উপজেলার সদর ইউনিয়নের বাঁখুয়া এলাকার তার স্বামীর বাড়ি থেকে লাশটি উদ্ধার করে।

মৃত গৃহবধূ খাদিজা উপজেলার সদর ইউনিয়নের বাঁখুয়া এলাকার মজনু মিয়ার স্ত্রী ও বেলকুচি উপজেলার রয়নাপাড়া গ্রামের আব্দুল মান্নানের মেয়ে।খাদিজা খাতুনের স্বামী মজনু মিয়া জানান, রবিবার রাতে খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়ি।সকালে ঘুম থেকে উঠে ঘরের ধরনার সাথে খাদিজাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়।

অন্যদিকে খাদিজার বড়ভাই দুলালের অভিযোগ, ১০ বছর আগে খালাতো ভাই মজনুর সাথে খাঁদিজার পারিবারিকভাবে বিয়ে হয়। মাঝেমধ্যেই পারিবারিক কলহ ও ঝগড়া বিবাদের জের ধরে বোন জামাই মজনু ও তার স্বজনেরা খাদিজাকে মারপিট করতো। তিনি আরও জানান, রাতের কোন এক সময় খাদিজাকে পরিকল্পিত ভাবে হত্যা করে ঘরের ধরণার সাথে ঝুলিয়ে রাখা হয়েছে।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে। লাশের ময়নাতদন্তের রির্পোট পেলে জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা।