যুবদল সভাপতির কারাদণ্ডের প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ

যুবদল সভাপতির কারাদণ্ডের প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ

সংগৃহীত

কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর বিরুদ্ধে আদালতের দেওয়া রায়কে 'মিথ্যা ও ফরমায়েশি রায়' আখ্যা দিয়ে তাকে কারাবন্দী রাখার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল।

বুধবার (১ মে) বিকেলে এ কর্মসূচি পালিত হয়। 

এ সময় রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ মিছিলে যুবদলের নেতা-কর্মীরা অংশ নেন। 

মিছিল শেষে জেলা যুবদলের সহ-সভাপতি জাফর উদ্দিন টুনুর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সম্পাদক নাজিম উদ্দীনের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন - কেন্দ্রীয় যুবদলের উপজাতি বিষয়ক সম্পাদক আবু সাদাৎ মো. সায়েম।

এছাড়া উপস্থিত ছিলেন - রাঙামাটি সদর থানা যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন, সদস্য সচিব সাজ্জাদ হোসেন রহিম, নগর যুবদলের সদস্য সচিব কামাল উদ্দিনসহ অন্যান্যরা।

এ সময় বক্তারা বলেন, বর্তমান অবৈধ সরকার বিরোধী দলকে দমন করতে বিএনপির নেতা-কর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও নির্যাতন করছে। সালাউদ্দিন টুকুকে মিথ্যা মামলায় ফরমায়েশি রায় দিয়ে কারাবন্দী করে রেখেছে তারা। এ সময় দ্রুত টুকুকে মুক্তি দেওয়ার দাবি জানান বক্তারা।