ভাদরের দেয়া

ভাদরের দেয়া

ফাইল ছবি

অধ্যাপক ডা. শামছুন নাহার

রুমাঝুমা  রুমঝুম বৃষ্টি  ঝরে ঝুপঝাপ

কেয়া বনে শাল বনে কচুর পাতায় টপাটপ। 

খালে বিলে ঝিলে ফোটে শাপলা কমল যত

কাক চিল  বক শালিক ভিজে  গেল কত।

আমের পাতায় কেয়ার পাতায় বৃষ্টিপরে টুপটাপ

রাস্তা ঘাট পুকুর ঘাট হয়েছে পিছলে একসাথ।

তালের পিঠা তালের বরা  সবার আঙ্গিনায়।

খিচুড়ি ইলিশ খাওয়ার মজা এই ভাদরের দেয়ায়।

ভাদরের মেঘে মেঘে রিনিঝিনি দেয়া ঝরে

উচাটন মন যে আমার কেমন করে কাহার তরে