মেহেরপুরের ২ উপজেলায় ভোটগ্রহণ বুধবার, প্রচার-প্রচারণা শেষ

মেহেরপুরের ২ উপজেলায় ভোটগ্রহণ বুধবার, প্রচার-প্রচারণা শেষ

ফাইল ছবি

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বুধবার।সোমবার (৬ মে) রাত থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে তাদের প্রচার-প্রচারণা শেষ করেছেন।

নির্বাচনী আচরণবিধি অনুযায়ী সোমবার রাত ৮টা থেকে শেষ হয়েছে প্রচার-প্রচারণা। প্রার্থীরা শেষ মুহূর্তে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেছেন। নানা উন্নয়ন এবং ভোটারদের সঙ্গে থাকার প্রতিশ্রুতি দিয়ে ভোট কামনা করেছেন প্রার্থীরা।

এ দুটি উপজেলায় চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন ৫ জন প্রার্থী। এর মধ্যে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে গেছেন বিএনপি নেত্রী রুমানা আহম্মেদ।

৭টি ইউনিয়ন এবং ১টি পৌরসভা নিয়ে গঠিত মেহেরপুর সদর উপজেলায় মোট ভোটারের সংখ্যা ২ লাখ ১৮ হাজার ৮০৪ জন। ৯৪টি ভোটকেন্দ্রের ৬০৫টি কক্ষে ভোটগ্রহণ করা হবে।

৪টি ইউনিয়ন নিয়ে গঠিত মুজিবনগর উপজেলায় মোট ভোটারের সংখ্যা ৮৫ হাজার ২৫৯ জন। ৩৫টি ভোটকেন্দ্রে ২৩৬টি কক্ষে ভোটগ্রহণ করা হবে।