১৮ মাস পর ভারতে রাষ্ট্রদূত নিয়োগ চীনের

১৮ মাস পর ভারতে রাষ্ট্রদূত নিয়োগ চীনের

ছবি:সংগৃহীত

দীর্ঘ ১৮ মাস পর আবার পুনরায় ভারতে রাষ্ট্রদূত নিয়োগ করতে চলেছে চীন। শি ফেইহং নামে একজন কূটনীতিককে দিল্লিতে রাষ্ট্রদূত হিসেবে পাঠাচ্ছে চীন। শিগগিরই তিনি দিল্লিতে এসে নিজের দায়িত্ব বুঝে নেবেন বলে জানা গেছে।

জানা গেছে, শি ফেইহং এর আগে রোমানিয়া ও আফগানিস্তানের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত ছিলেন। এবার তাকে দিল্লিতে নিযুক্ত করতে চলেছে বেজিং।

ভারতের শেষ চীনা রাষ্ট্রদূত ছিলেন সান ওয়েনডং। গত ২০২২ সালের অক্টোবর মাসে তার মেয়াদ শেষের পর আর কোনো রাষ্ট্রদূত নিয়োগ হয়নি ভারতে। বর্তমানে ওয়েনডং চীনের বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন।

পূর্ব লাদাখে ভারত-চীন সেনা সংঘাতের পর থেকেই দুই দেশের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন চলছে। এই পরিস্থিতিতে দিল্লিতে চীনা রাষ্ট্রদূত নিয়োগে দুই দেশের সম্পর্কের কিছুটা উন্নতি হবে বলে মনে করছে বিশেষজ্ঞরা