ভারতে ভয়ঙ্কররূপে করোনা: নতুন সংক্রমণ ৮৩ হাজার

ভারতে ভয়ঙ্কররূপে করোনা: নতুন সংক্রমণ ৮৩ হাজার

গত কয়েক দিনে ভারতে যে ভাবে নতুন সংক্রমণ বাড়ছে, তা করোনাকালে বিশ্বের কোনও দেশে হয়নি। গ্রাফ- আনন্দবাজার।

ভারতে প্রতিদিন নতুন সংক্রমণের সংখ্যা বৃহস্পতিবারই ছাড়িয়েছিল ৮৩ হাজার। যার জেরে তৈরি হয়েছিল এক দিনে কোনও একটি দেশে ৮০ হাজারের বেশি আক্রান্ত হওয়ার রেকর্ড। 

সেই ধারা আজও অব্যাহত। অবশ্য গতকালের মতো আজও দেশটিতে করোনাভাইরাস পরীক্ষাও হয়েছে অনেক বেশি। এক দিনে হয়েছে ১১ লক্ষেরও বেশি টেস্ট।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রনালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় ভারতে ৮৩ হাজার ৩৪১ জন নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন। যার জেরে দেশে মোট আক্রান্ত হলেন ৩৯ লক্ষ ৩৬ হাজার ৭৪৭ জন। 

এই সময়ের মধ্যে আমেরিকা ও ব্রাজিলে নতুন আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৩৬ হাজার ১৫৭ ও ৪৩ হাজার ৭৭৩ জন। গত ২০ দিন ধরেই আমেরিকা ও ব্রাজিলের তুলনায় ভারতে বেশি মানুষ নতুন করে করোনা আক্রান্ত হচ্ছেন। 

গত দু’দিনে ভারতে আক্রান্ত বৃদ্ধি ওই দু’টি দেশের তুলনায় প্রায় দ্বিগুণ হয়েছে। আক্রান্তের নিরিখে বিশ্বে প্রথম স্থানে থাকা আমেরিকাতে মোট আক্রান্ত ৬১ লক্ষ ৪৯ হাজার ও দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে ৪০ লক্ষ ৪১ হাজার।