ভোরে মাঠে নামছেন মেসি, খেলা দেখবেন যেভাবে

ভোরে মাঠে নামছেন মেসি, খেলা দেখবেন যেভাবে

ছবি: সংগৃহীত

তার খেলা দেখলে কে বলবে বয়স ৩৭ ছুঁই ছুঁই? যে বয়সে সবাই বুটজোড়া তুলে রাখার চিন্তা করেন সে বয়সেও বল পায়ে দুমড়ে মুচড়ে দিচ্ছেন প্রতিপক্ষের রক্ষণ। নিজে যেমন গোল করছেন, সতীর্থদের দিয়েও গোল করাচ্ছেন। যার প্রমাণ শেষ ম্যাচে দেখেছে নিউইয়র্ক রেড বুলস।

এতক্ষণ যার কথা বলা হচ্ছে তিনি আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। এই মুহূর্তে মেজর লিগ সকারে (এমএলএস) ইস্টার্ন কনফারেন্সে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে মেসির ক্লাব ইন্টার মায়ামি। ১২ ম্যাচ খেলে ২৪ পয়েন্ট ঝুলিতে পুরেছে দলটি।

ইস্টার্ন কনফারেন্স ও ওয়েস্টার্ন কনফারেন্স মিলিয়েও শীর্ষে অবস্থান মায়ামির। এমন পরিস্থিতিতে আগামীকাল রোববার (১২ মে) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় আবারো মাঠে নামছে লিওনেল মেসির দল। যেখানে তাদের প্রতিপক্ষ মন্ট্রিয়াল।

ম্যাচটি ঘিরে আর্জেন্টিনা, মায়ামি ও মেসিভক্তদের বেশ আগ্রহ রয়েছে। তবে চাইলেই বাংলাদেশ ও এশিয়া মহাদেশ থেকে ম্যাচটি সরাসরি দেখা যাবে না। খেলাটি উপভোগ করতে অ্যাপল টিভির সাবস্ক্রিপশনের মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের যে কোন দেশ থেকে মায়ামির ম্যাচ দেখা যাবে।

কিছু ম্যাচ ফক্স স্পোর্টসও সম্প্রচার করবে। তবে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন লাইভ স্ট্রিমের মাধ্যমেও দেখা যাবে ম্যাচটি।